জীবননগরে যুবদল নেতা কামরুল গ্রেফতার

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা যুবদলের অন্যতম নেতা কামরুজ্জামান ওরফে কামরুলকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। গাড়ি ভাঙচুর ও গাড়ি পুড়িয়ে নৈরাজ্য সৃষ্টি মামলায় তাকে গতকাল সোমবার গ্রেফতার করে পুলিশ। উপজেলার পিয়ারাতলার ব্যবসা প্রতিষ্ঠান হতে তাকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার তাকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

থানা সূত্রে জানা যায়, বর্তমান সরকারকে উৎখাত করতে আন্দোলন-সংগ্রামের নামে গাড়ি ভাঙচুর, বোমাবাজি ও গাড়ি পুড়িয়ে নৈরাজ্য সৃষ্টি করা হয়। এ ব্যাপারে জীবননগর থানাতে একাধিক মামলা রুজু করা হয়। এ মামলার আসামি যুবদল নেতা কামরুজ্জামান ওরফে কামরুল। তিনি দীর্ঘ দিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। জীবননগর থানা অফিসার ইনচার্জ হুমায়ন কবীর গতকাল বিকেলে অভিযান চালিয়ে কামরুলকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত কামরুল রাজনীতি করার পাশাপাশি পিয়ারাতলায় মিল-চাতালের ব্যবসা পরিচালনা করেন। তিনি পিয়ারাতলা গ্রামের আজিমদ্দিনের ছেলে বলে জানানো হয়েছে।