রূপকল্প ২০২১ বাস্তবায়নে পরিলক্ষিত নগরায়নকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে

স্টাফ রিপোর্টার: গতকাল ছিলো বিশ্ব আবাসন বা বসতি দিবস। অক্টোবরের প্রথম সোমবার প্রতিবছর বিশ্বের অন্যান্য দেশের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনে চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহরের কলেজ রোড প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। সহকারী কমিশনার টুকটুক তালুকদারের সঞ্চালনায় আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মুনিবুর রহমান, সৈয়দা নাফিজা সুলতানা, এটিএম শামসুজ্জামান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি বলেন, রূপকল্প ২০২১ কে সামনে রেখে এগিয়ে যাবার ক্ষেত্রে পরিলক্ষিত নগরায়নকে চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে যথাযথভাবে সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হবে। নগরায়ন ও শিল্প প্রসারের লক্ষে নিত্য নতুন শিল্পকারখানা সৃষ্টি, জনসংখ্যার ক্রমবর্ধমান চাপে আবাসন সৃষ্টিসহ নানাবিধ কারণে সাধারণ মানুষের চলাচল ও প্রবেশ উপযোগী সার্বজনীন স্থানের সংকুলান এ দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে নগরের ভূমিকা অনস্বীকার্য। বৈশ্বিক অর্থনীতির সাথে তাল মিলিয়ে দ্রুত নগরায়নের প্রয়োজনীয়তা থাকলেও সেটা যেনো অপরিকল্পিতভাবে গড়ে না ওঠে সেদিকে লক্ষ্য রাখা একান্ত আবশ্যক। নগরমুখি মানুষের ঢল ঠেকাতে পরিকল্পিতভাবে গ্রাম ও পল্লি এলাকার উন্নয়ন করতে হবে এবং কর্মসংস্থানসহ নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতেও পদক্ষেপ নিতে হবে। জলবায়ু পরিবর্তনসহ নানাবিধ কারণে বসতি সমস্যা এখন বিশ্বব্যাপি অত্যন্ত প্রকট।

সভায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।

উল্লেখ্য, ১৯৮৫ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৬ সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে।

Leave a comment