সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে গতকাল রোববার বিকেলে সরোজগঞ্জ আশানন্দপুর অগ্নিবীণা স্টার ক্লাবেব উদ্বোধন করা হয়। কুতুবপুর ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন মালিতার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন হাফিজুর রহমান হাপু, আবুবকর সিদ্দিক, আজাদ আলী, সাজেদুর রহমান লাভলু, মাসুদ রানা, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, কুতুবপুর ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সর্দ্দার, সদর উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক নিলুয়ার হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হোয়াইট হাউজের সভাপতি আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, স্বপন মাস্টার, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম, খাসকররা ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ঝন্টু, অগ্নিবীণা স্টার ক্লাবের সভাপতি পাপেন মুস্তাকিন, সম্পাদক মাসুদ পারভেজ লাল্টু, রানা, রাজা, সৈকত প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান।