চুয়াডাঙ্গায় রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ তিন গাড়িতে ডাকাতি : ধারালো অস্ত্র ধরে লুটপাট

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গায় সড়কে গাছ ফেলে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সসহ তিনটি গাড়িতে লুটপাট চালিয়েছে। গতরাত সোয়া ১০টার দিকে বণ্ডবিল রেলগেটের অদূরে এ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ এসে পৌঁছুলেও ডাকাতির কবল থেকে রক্ষা পায়নি একজন মুমূর্ষু রোগী। তার মাথায় ধারালো অস্ত্র ঠেকিয়ে গয়নাগাটি খুলে নেয় ডাকাতরা।

সূত্র জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়বলদিয়া গ্রামের একজন রোগী নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেয় একটি অ্যাম্বুলেন্স। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বণ্ডবিল গেটের অদূরে পৌঁছুলে রাস্তায় গাছ ফেলে পূর্ব থেকে ওত পেতে থাকা ডাকাতরা তাদের ওপর হামলে পড়ে। অ্যাম্বুলেন্সে ছিলেন দামুড়হুদা পরিসংখ্যান অফিসে কর্মরত জিয়াউর রহমান। তিনি জানান, ডাকাতরা ধারালো অস্ত্র ধরে তাদের কাছে থাকা ৪টি মোবাইলফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া অ্যাম্বুলেন্সে থাকা রোগী স্বপ্না খাতুন ও তার মা বৃদ্ধা শেফালী বেগমের শরীর থেকে গয়নাগাটি ছিঁড়ে নেয় ডাকাতরা। জিয়াউর রহমান আরও জানান, তাদের অ্যাম্বুলেন্সে ডাকাতি করার আগে ডাকাতরা আরও দুটি গাড়িতে ডাকাতি করেছে বলে মনে হয়েছে। আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই মকবুল জানান, ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যাওয়ায় অ্যাম্বুলেন্সটি ছাড়া অন্য গাড়িতে ডাকাতি করতে পারেনি দুর্বৃত্তরা। ওসি শেখ আতিয়ার রহমান জানান, ডাকাতদের ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে।

Leave a comment