চুয়াডাঙ্গায় ধরাপড়া ইমান আলী নরসিংদীর ত্রাস

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে ধরতে গিয়ে অনেকটা দৈবক্রমে ৩ সহযোগীসহ জীবননগর থানা পুলিশের হাতে ধরা পড়েছে নরসিংদী জেলা পুলিশের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ও মাদকসম্রাট ইমান আলী। গত বৃহস্পতিবার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড এলাকা থেকে জালনোটসহ নরসিংদীর ৪ জনকে আটক করে জীবননগর থানা পুলিশ।

গতকাল দৈনিক মাথাভাঙ্গায় এ খবর প্রকাশের পর পুলিশসহ নরসিংদীর বেশ কয়েকজন এর সত্যতা যাচাইয়ের জন্য চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়। তাদের সাথে কথা বলে জানা গেছে, গ্রেফতার হওয়া ইমান আলী এবং তার সহযোগীরা কতো বড় মাপের দাগী আসামি। ঢাকার যাত্রাবাড়ি থেকে শুরু করে নরসিংদী শহরের মাদকব্যবসার মাফিয়া গ্রুপ লিডার এই ইমান আলী। মাদকব্যবসায় কেউ তার পথের কাঁটা হয়ে দাঁড়ালেই নিজ হাতে খুন করে ইমান। তার সর্বশেষ নৃশংসতার শিকার নরসিংদী পৌর শহরের দত্তপাড়া শ্মশানঘাট এলাকার স্বপন মিয়া। গত বছরের ২০ নভেম্বর রাস্তা থেকে তাড়িয়ে স্বপনের বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে ও জবাই করে খুন করে ইমান আলী ও তার সহযোগীরা। এ হত্যাকাণ্ডে তার প্রধান সহযোগী ছিলো চুয়াডাঙ্গায় গ্রেফতার হওয়া বাপ্পি সাহা। নিজ এলাকায় এ ধরনের অন্তত ৩টি খুনের ঘটনা ঘটিয়েছে এই চক্র।

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী উথলী, নতুনপাড়া, নিমতলা, মুন্সিপুর এলাকা দিয়ে আসা শতকরা ৬০ ভাগ ফেনসিডিল চালানের গন্তব্য ছিলো ঢাকা অথবা নরসিংদীতে ইমান আলীর কথিত ফেনসিডিল আড়তে। বিগত ৫/৬ বছর যাবত চুয়াডাঙ্গা এলাকা থেকে মাইক্রোবাস, ট্রাকে ফেনসিডিল পাচার করে আসলেও কখনই এ অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েনি ইমান গ্যাং। জীবননগর, দর্শনা, দামুড়হুদায় রয়েছে এ গ্রুপের অন্তত ২০/২২ জন সক্রিয় মাদক পাচারকারী। সীমান্তের ওপারে ভারতের গেদে পশ্চিম পাড়ার ফেন্সি সম্রাট খ্যাত বিন্দা বিশ্বাস, মাজদিয়ার তপন, বানপুরের কৃষ্ণ দারকি করে ইমান আলীর ভারতীয় অংশের ব্যবসা। আর বাংলাদেশ অংশে রয়েছে উথলী, মুন্সিপুরের কয়েকজন চিহ্নিত ব্যক্তি।

সূত্র জানিয়েছে, উথলীতে জালটাকাসহ পুলিশের হাতে ধরা পড়া ৪ জনই পেশাদার সন্ত্রাসী, মাদকের মহাজন আর জালটাকার কারবারী। তাদের এবারের মিশন ছিলো ভারত থেকে বিপুল পরিমাণ জালটাকা বাংলাদেশে ঢুকানো। ঈদের ছুটির পর মহাসড়ক অনেকটা ফাঁকা থাকার সুযোগে বেনাপোল সীমান্তের অবৈধ ব্যবসা দেখভাল করে ৪ জন এসেছিলো চুয়াডাঙ্গায়। কিন্তু বিধি বাম মাত্র ১০ হাজার টাকার জালনোটসহ ধরা পড়তে হলো কোটি কোটি টাকার মাদক ব্যবসার মহাজনকে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আবুল কাশেম জানিয়েছেন, নাগরিয়াকান্দির ইমান আলী, কান্দিপাড়ার বাপ্পি সাহাকে স্বপন হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর প্রক্রিয়া চলছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নরসিংদী পুলিশ আটক ৪ জনের ব্যাপারে খোঁজখবর নিয়েছে। নিজ এলাকায় একাধিক খুনের ঘটনার সাথে আসামিদের জড়িত থাকার ব্যাপারে যাচাইবাছাই চলছে। তিনি আরও জানান, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের কোনো ভৌগলিক সীমারেখা নেই। চুয়াডাঙ্গায় জালটাকাসহ আটক হলেও তারা যে মাপের অপরাধী বা পলাতক আসামি ঠিক সেভাবেই, সঠিক নিয়মে বিচারের মুখোমুখি করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার উথলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জীবননগরের এক আসামিকে ধরতে গিয়ে বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০টি এক হাজার টাকার জালনোটসহ আত্মস্বীকৃত খুনি ও মাদক মহাজন নরসিংদীর ইমান আলীসহ ৪ জনকে আটক করে জীবননগর থানা পুলিশ। গতকাল তাদেরকে চুয়াডাঙ্গার আদালতে সোপর্দ করা হয়।Iman Ali Jibonnagar

Leave a comment