গাংনীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ হাসপাতালে

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা গ্রামে পাষণ্ড স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ নাজমীনা আক্তার এখন মৃত্যুর দোয়ারে। গতকাল রোববার রাতে নিজ বাড়িতে নির্যাতন করে মৃত ভেবে তাকে ফেলে রেখে পালিয়ে যায় স্বামী। নাজমীনা আক্তার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমকে রেজা।

গৃহবধু নাজমীনা আক্তারের (৩৫) মা একই উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্দুল বারিকের স্ত্রী শাহারন নেছা জানান, প্রায় ২০ বছর আগে ধানখোলা গ্রামের সরোয়ার হোসেনের সাথে তার মেয়ের বিয়ে হয়। এখন তার ঘরে ৫টি সন্তান রয়েছে। সংসারের পান থেকে চুন খসতেই মেয়ের ওপর নেমে আসে অমানুসিক নির্যাতন। রোববার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে ঘর আটকে পাষণ্ড স্বামী সরোয়ার হোসেন নাজমীনা আক্তারকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে তার জ্ঞান হারালে মৃত ভেবে পালিয়ে যায় সরোয়ার। প্রতিবেশীরা বিষয়টি আমাদের জানালে গ্রাম থেকে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, অভিযোগ পেলে স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।