কুষ্টিয়ায় একই পরিবারের ৪ জনকে অজ্ঞান : মালামাল নিয়ে লাপাত্তা প্রতারক

কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ির কাজের মেয়ে খাবারের সঙ্গে চেতনা নাশক ওষধ খাইয়ে একই পরিবারের চারজনকে অজ্ঞান করে মালামাল লুট করে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার কয়া ইউনিয়নের খলিষাদহ গ্রাম থেকে অজ্ঞান অবস্থায় চারজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের শহিদুল ইসলামের বাড়ির কাজের মেয়ে সীমা রোববার রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পরিবারে গৃহকর্তা শহিদুল ইসলাম, স্ত্রী রুবিনা, মেয়ে ছবিনা ও সিমুকে খাইয়ে অজ্ঞান করে ঘর থেকে নগদ টাকা ও স্বর্নলঙ্কারসহ মূল্যবান সম্পদ লুট করে পালিয়ে যায়।

সোমবার সকালে এলাকাবাসী অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার হাসপাতালে ভর্তি করে। বর্তমানে চারজনই অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানান, জ্ঞান ফিরতে দুই-একদিন সময় লাগতে পারে।

কুমারখালী থানার ওসি মুহিবুল ইসলাম মাথাভাঙ্গাকে বলেন, বাড়ির কাজের মেয়ে সীমাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি গ্রেপ্তার হলে সব জানা যাবে। এছাড়াও বাড়ির লোকজনের জ্ঞান ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।Kustia

Leave a comment