স্টাফ রিপোর্টার: সালিসে ভাইকে হাজির না করার অভিযোগ তুলে চুয়াডাঙ্গা কবিখালীর তুহিনকে (৩০) পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর তাকে গ্রামেরই আশাদুল মেম্বারের প্ররোচনায় পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ করেছেন আহত তুহিনসহ তার লোকজন। তুহিনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
আহত তুহিনের শয্যাপাশে থাকা কয়েকজন বলেছেন, কাথুলীর ইনতাদুলের স্ত্রীর সাথে গ্রামেরই আবুল খায়েরের ছেলে শাহিনের অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। সম্প্রতি ধরাও পড়ে। এরপর সে আত্মগোপন করে। অপরদিকে ইনতাদুল আত্মহত্যার জন্য গত মঙ্গলবার বিষপান করে। তাকে উদ্ধার করে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গতকালই নেয়া হয় তাকে রাজশাহীর উদ্দেশে। এদিকে ইনতাদুলের ভাই আশাদুল মেম্বার গ্রামে সালিসে শাহিনকে হাজির করানোর জন্য চাপ দিতে থাকে। হাজির না করার কারণে শাহিনের ভাই তুহিনকে গতকাল পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ।