মুজিবনগরে বিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে এমপি ফরহাদ হোসেন

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের সকল পর্যায়ে উন্নয়ন হয়েছে। দেশ আজ বিদেশের কাছে মাথাতুলে দাঁড়িয়েছে, শিক্ষাক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের কারণে।

গতকাল রোববার বিকেলে গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে ৪৫ লাখ টাকা ব্যয়ে একাডেমি ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আস্কার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, স্কুল হচ্ছে এলাকার একটি প্রাণ, স্কুল থেকে এলাকার মানুষ শিক্ষাগ্রহণ করে সুশিক্ষাই শিক্ষিত হয়ে সমাজ তথা দেশের উন্নয়ন ঘটাই। বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপসহকারী প্রকৌশলী শাহিনুর খানম, শিক্ষা অফিসার গোলাম ফারুক ও প্রাক্তন শিক্ষক ওয়াজেদ আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক হেলালউদ্দীন। শুরুতে প্রধান অতিথি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল ফিতা কেটে একাডেমি ভবন শুভ উদ্বোধন করে ভবনটি ঘুরে দেখেন।

 

Leave a comment