দামুড়হুদার শিবনগর ডিসি ইকোপার্কে বৃক্ষরোপণ

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদার শিবনগর ডিসি ইকোপার্কে বৃক্ষরোপণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস একটি ফুলগাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বৃক্ষরোপণ শেষে জেলা স্কাউটসের আয়োজনে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, খুলনা বিভাগীয় স্কাউটসের পরিচালক মো, রুহুল আমিন, সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ, চুয়াডাঙ্গা জেলা স্কাউটসের কমিশনার রেজাউল হক, সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ সিদ্দিক, উপকমিশনার গার্ল গাইডিং আশরাফী বেগম লিপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, উপজেলা শিক্ষা অফিসার নূর জাহান, দামুড়হুদা উপজেলা স্কাউটস কমিশনার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সন্টু, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, সবুর মেম্বার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর কমিশনার শাহনেওয়াজ ফারুক। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক মফিজুর রহমান ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার। আলোচনা শেষে চুয়াডাঙ্গা ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটস দলের ছেলে-মেয়েদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়।

Leave a comment