চুয়াডাঙ্গায় ভিনদেশি ১১ জনের বিশেষ নিরাপত্তায় পুলিশ তৎপর

স্টাফ রিপোর্টার: ইতালীয় ও জাপানি দুজনকে গুলি করে খুনের পর সারাদেশে বিদেশিদের বিশেষ নিরাপত্তা দেয়া হচ্ছে। খোঁজ রাখা হচ্ছে বিদেশিদের কে কোথায় আছেন। গতকাল সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গা জেলায় ভিনদেশি ১১ জন অবস্থান করছেন। এদের মধ্যে ভারতীয় ৭ জন, থাইল্যান্ডের ৩ জন ও মালয়েশিয়ার এক নারী। মালয়েশিয়ার নারী হারিহানি বিনতে ইউসুফ আলমডাঙ্গা নগর বোয়ালিয়ার আব্দুর বারীর স্ত্রী।

জানা গেছে, থাইল্যান্ডের তিন জন থ্যাপা কামসো, পোরনসাম অ্যাম্পোনপানারী, ও প্রাসের্ট হোংকানসাপ চুয়াডাঙ্গা জেলা সদরের সুবদিয়াস্থ সিপি ফিড মিলে থাকেন। ভারতীয় ৭ জনই রেললাইনের সংস্কার কাজে নিয়োজিত। থাকেন জেলা শহরের হাসপাতাল সড়কে। চুয়াডাঙ্গা পুলিশ প্রতিনিয়তই বিদেশিদের বিশেষ নিরাপত্তায় তৎপর।

বিদেশিদের নিরাপত্তার বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার বলেছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সার্বক্ষনিক সর্বাত্মক নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ভিনদেশিদের কে কোথায় কি করছেন, কোথায় থাকেন, কোথায় যাচ্ছেন সে বিষয়ে প্রতিদিনই আপডেট খবর রাখা হচ্ছে।

 

Leave a comment