চুয়াডাঙ্গার নির্বাহী আদালতের মামলার তারিখ জানা যাবে ওয়েবসাইটে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা নির্বাহী আদালতে পরিচালিত মামলা সংক্রান্ত ধার্য তারিখ আজ সোমবার থেকে ওয়েব সাইটে পাওয়া যাবে। জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আব্দুর রাজ্জাক গতকাল রোববার এ তথ্য জানান। ওয়েব সাইটের ঠিকানা www.chuadanga.gov.bd. ২০০৭ সালের ১ নভেম্বর বিচার বিভাগ পৃথকীকরণের পর ভূমি সংক্রান্ত বিভিন্ন মামলা মোকদ্দমা নির্বাহী আদালতে চলে আসছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এসব মামলা পরিচালনা করেন। এসব মামলার বাদী ও বিবাদী পক্ষের দুর্ভোগ কমাতে মামলা সংক্রান্ত তথ্য উপাত্ত জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে (www.chuadanga.gov.bd) নিজস্ব কার্যালয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার প্রাথমিক উদ্যোগ হিসেবে আপাতত মামলার পরবর্তী ধার্য তারিখ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে বিচারপ্রার্থীদের সুবিধা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

Leave a comment