স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুরের তরিকুল ইসলাম নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। সে সাফায়েত উল্লার ছোট ছেলে।
গতকাল রোববার সন্ধ্যার পর তরিকুল নিজ বাড়িতে বিষপান করে। তাকে উদ্ধার করে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। ওয়াশের কিছুক্ষণের মাথায় রাত ৮টার দিকে মারা যায় তরিকুল ইসলাম (২০)। মৃতদেহ নেয়া হয় নিজ গ্রামে। সে তার পিতা-মাতার ১১ সন্তনের মধ্যে ছোট। ঢাকায় কাজ করতো। ঈদ করতে বাড়ি ফেরার পর ঢাকায় যাওয়া না যাওয়া নিয়ে বাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সে বিষপান করে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে পরিবারের সদস্যরা মুখ খোলেনি।