জীবননগর সন্তোষপুরে অ্যাম্বুলেন্স ধাওয়া করে ফেনসিডিল উদ্ধার : ড্রাইভার আটক

জীবননগর ব্যুরো: জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের সন্তোষপুর ফিলিং স্টেশনের নিকট ধাওয়া করে একটি অ্যাম্বুলেন্স থেকে ২শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে আটক করা গেলেও পালিয়ে গেছে ফেনসিডিল ব্যবসায়ী। গতকাল শনিবার জীবননগর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

জীবননগর থানার ডিউটি অফিসার এএসআই খায়রুল ইসলাম জানান, গতকাল সকাল ৭টার দিকে সন্তোষপুর ফিলিং স্টেশনের নিকট ঢাকা মেট্রো ছ-৭১-০২৩৪ নম্বরের একটি অ্যাম্বুলেন্সে ফেনসিডিল ভর্তি করা হচ্ছিলো। গোপন খবর পেয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবিরের নির্দেশে এসআই আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অ্যাম্বুলেন্সটিকে ধাওয়া করে। এ সময় অ্যাম্বুলেন্স থামিয়ে ফেনসিডিলের মূল মালিক পালিয়ে যায়। পুলিশ অ্যাম্বুলেন্সটি আটক করে তল্লাশি চালিয়ে ২১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভার ঢাকা যাত্রাবাড়ির পশ্চিম মোমিনবাগের কাগপাড়া আড়াবাড়ির বটতলার শাহাদৎ হোসেনের ছেলে বর্তমানে ঢাকা ধানমন্ডির ১৫ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে বসবাসরত মোহাম্মদ হানিফ (২৩) ওরফে রবিনকে গ্রেফতার করেন।

Leave a comment