জীবননগরে সরকারি জমিতে পাঁকা দোকান-ঘর নির্মাণের অপচেষ্টা : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল-জরিমানা

জীবননগর ব্যুরো: জীবননগর বাজারে সরকারি খাস জমিতে পাঁকা দোকানঘর নির্মাণের অপচেষ্টা করা হয়েছে। এ সময় স্থানীয় তহশিলদার বাধা দিলে তাকে লাঞ্ছিত করা হয়। দোকানঘর নির্মাণের খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় আদালতের বিচারক ইউএনও নূরুল হাফিজ নির্মাণকাজ বন্ধসহ অভিযুক্তকে ১ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, জীবননগর বাজারের সরকারি খাস জমি স্থানীয় ব্যবসায়ীদের মাঝে শর্ত সপেক্ষে লিজ দেয়া হয়। টিনের ছাউনি ও কাঠের বেড়া দিয়ে দোকানঘর নির্মাণ করে লিজ গ্রহীতা ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করার কথা। কিন্ত এ শর্ত অমান্য করে গতকাল শনিবার সকালে বাজারের ব্যবসায়ী আঁশতলাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে মসলেম উদ্দীন তার নামে বন্দোবস্ত নেয়া টিনের ঘরটি পাঁকা করতে নির্মাণ শ্রমিক নিয়োগ করে। এ সময় স্থানীয় পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মাহতাব উদ্দীন নির্মাণ কাজে বাধা দিলে তাকে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নূরুল হাফিজ পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আদালতের বিচারক মোসলেম উদ্দীনকে ১ হাজার টাকা জরিমানাসহ নির্মাণাধীন দোকানঘর ভেঙে ফেলার আদেশ প্রদান করেন।