চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বছর বয়সী ক্রিকেটারদের প্রাথমিক বাছাই সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক: অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বছর বয়সী চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট টিম গঠনের লক্ষ্যে দিনব্যাপি ক্রিকেটারদের প্রাথমিক বাছাই সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এইজ ভিত্তিক জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণর লক্ষ্যে গতকাল শনিবার দিনব্যাপি চুয়াডাঙ্গা স্টেডিয়ামে প্রাথমিক বাছাই কার্যক্রম চলে। এ বাছাই কার্যক্রম পরিচালনা করেন সাবেক কৃতীক্রিকেটার সাইফ রাসেল ও চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট দলের দলনায়ক ইমরান। বাছাই কার্যক্রম পর্যেবেক্ষণ করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক সরোয়ার হোসেন মধু, শহিদুল কদর জোয়ার্দ্দার, দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাইদুর রহমান মল্লিক, নাসির আহাদ জোয়ার্দ্দার, বদর খান, মহসিন রেজা, মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান হাপু প্রমুখ। জেলা ক্রীড়া সংস্থাসূত্র জানিয়েছে, প্রাথমিক বাছাইয়ে অংশগ্রহণকারী সকল গ্রুপের ক্রিকেটারদের ব্যক্তিগত তথ্য সম্বলিত ফর্ম পূরণ করা হবে আজ রোববার সকাল ১০টা থেকে এবং আগামীকাল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে মেডিকেল চেকআপ করা হবে।

Leave a comment