আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা নবাগত থানা ইনচার্জ আতিয়ার রহমানের সাথে স্থানীয় সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে আলমডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, পুলিশের সাফল্য অনেকাংশে সাংবাদিকদের ওপর নির্ভর করে। পুলিশ ও সাংবাদিকের লক্ষ্য এক ও অভিন্ন। তা হলো জনগণের কল্যাণ সাধন। সে কারণে পুলিশ ও সাংবাদিকের সম্পর্ক নিবিড় সহযোগিতামূলক হওয়া বাঞ্ছনীয়। সাংবাদিকদের প্রতি পুলিশের হাত সব সময় প্রসারিত থাকবে বলে তিনি উল্লেখ করেন। তিনি এ সময় তথ্যসহ সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতা দেয়ার আশ্বাস দেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হামিদুল ইসলাম আজম, আনোয়ারুল ইসলাম সাগর, আতিয়ার রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, শরিফুল ইসলাম রোকন, ফিরোজ ইফতেখার, সাইফুল ইসলাম উলু, মুর্শিদ কলিন, কেএ মান্নান, অনিক সাইফুল, জাহাঙ্গীর, শাহাবুল ইসলাম, হেলাল, আক্তার, মানোয়ার মাস্টার, কহন কুদ্দুস ও হারুন অর রশিদ মাস্টার। এছাড়াও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মেহেদী রাসেল, এসআই মকবুল হোসেন, এসআই টিপু সুলতান, এসআই আনিস, এসআই অচিন্ত্য, এসআই মহাব্বত আলী, এসআই মোস্তাফিজুর রহমান প্রমুখ।