আমঝুপি হিজুলীতে আন্তঃফুটবলে হিজুলী একাদশ জয়ী

আমঝুপি প্রতিনিধি: আমঝুপি ইউনিয়নে হিজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে হিজুলী গ্রামবাসী আয়োজিত ১৬ দলের ১ম পবের্র খেলা হিজুলী একাদশ ও রাজনগর শেখপাড়া যুব একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।

হিজুলী একাদশ রাজনগর শেখপাড়া একাদশকে ৩-১ গোলে পরাজিত করে। হিজুলী একাদশের পক্ষে তারিক, সজীব ও সবজান একটি করে গোল করে। খেলা পরিচালনা করেন সাহাদুল ইসলাম কানাই। উল্লেখ্য বিজয়ী ও রানারআপ দলকে হিজুলী গ্রামবাসীর পক্ষ থেকে ছাগল ভেড়া প্রদান করা হবে।

 

Leave a comment