পরিবহনের ধাক্কায় আলমসাধুচালক শুকলাল নিহত : আহত ১

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার পুরাতন বাস্তুপুর থেকে আলমসাধুতে লাউ-চিচিঙ্গা নিয়ে আন্দুলবাড়িয়া বাজারে নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আলমসাধুচালক বাস্তুপুরের শুকলাল হোসেন (৪৫) নিহত হয়েছেন। নিহত শুকলাল দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুরের মৃত শওকত আলীর ছেলে। এ সময় আলমসাধুতে বসে থাকা একই গ্রামের আশাদুল (৫০) মারাত্মকভাবে আহত হন। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের আকন্দবাড়িয়া ভূমিহীনপাড়ার ব্যাকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে আলমসাধু চালক শুকলাল ও আলমসাধুতে থাকা আশাদুল পিচরোড়ে ছিটকে পড়ে গুরুতর জখম হয়। পথচারীরা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উভয়কেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শুকলালের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তাকে রাজশাহী নেয়ার প্রস্তুতিকালে সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। আজ রোববার সকাল ১০টায় নিহতের জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের লোকজন জানিয়েছে।damurhuda pic. (file-3). 03.10.15 (2)

Leave a comment