দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় স্পোর্টিং ক্লাবের আয়োজনে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে উপজেলা স্টেডিয়ামে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সভাপতি এলাকার কৃতীসন্তান এখলাস উদ্দিন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইসমাইল হোসেন ও কোচ চুয়াডাঙ্গা জেলার কৃতীফুটবলার মিলন বিশ্বাস। আলোচনা শেষে প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ফুটবলে লাথি মেরে ওই প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পে উপজেলার প্রায় ৪০ জন খেলোয়াড় অংশ নেয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শহিদ আজম সদু। সার্বিক সহযোগিতায় ছিলেন স্পোর্টিং ক্লাবের শাহজাহান ও আশাদুল।