টিপ্পনি

খবর: (জীবননগরে জালনোটসহ নরসিংদীর চারজন গ্রেফতার)

 

কাগজ দিয়ে টাকা বানাও

লোকের পকেট ফাঁকা বানাও

পরের বাড়ি ভেঙেচুরে-

নিজের বাড়ি পাকা বানাও।

 

জেলায় জেলায় মামা বানাও

নিত্য নতুন জামা বানাও

নকল টাকা বেচে বেচে-

নিজের ভুঁড়ি ধামা বানাও।

 

ভিন গ্রামে খালা বানাও

বিবির হাতের বালা বানাও

লাল দালানে ঢুকে এবার-

পিঠটা তোমার ছালা বানাও।

Leave a comment