কালীগঞ্জে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামে স্বামী ও শাশুড়ির নির্যাতনে চম্পা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। চম্পা খাতুন একই উপজেলার গোমরালী গ্রামের রেজাউল ইসলামের মেয়ে ও ভাটাডাঙ্গা গ্রামের উজ্জ্বল মণ্ডলের স্ত্রী। পুলিশ শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠিয়েছে। গৃহবধূ চম্পার বাবা রেজাউল ইসলাম অভিযোগ করেন, যৌতুকের কারণে তার জামাই উজ্জ্বল ও তার মা ঝরণা খাতুন প্রায় তার মেয়েকে চম্পাকে (২০) নির্যাতন করতো। শুক্রবার মধ্যরাতে শাশুড়ি ও জামাই মিলে তার মেয়েকে মারধর করার পর অসুস্থ হয়ে পড়ে। এরপর তারা তার মুমূর্ষু মেয়ের মুখে বিষ ঢেলে ঘরে আটকিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শনিবার দুপুর ২টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সুরতহাল রিপোর্ট আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাই মৃত্যুর কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. পার্থ কুমার জানান, লাশের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে। গায়ে আঘাতের চিহ্নও আছে। ময়নাতদন্তের পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Leave a comment