আলমডাঙ্গার লক্ষ্মীপুরের আশরাফুলের বিরুদ্ধে ৭ম শ্রেণির ছাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক তুলে নেয়ার অভিযোগ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা লক্ষ্মীপুরের যুবলীগ নেতা ২ সন্তানের জনক আশরাফুল ইসলামের কাণ্ড। তার বিরুদ্ধে পার্শ্ববর্তী ওসমানপুর গ্রামের ৭ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে রাতে অস্ত্রের ভয় দেখিয়ে ঘর থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।   এলাকায় বহু অঘটনের নায়ক আশরাফুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

জানা গেছে, আশরাফুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। গত ২ অক্টোবর গভীর রাতে আশরাফুল ইসলাম দলবল নিয়ে পার্শ্ববর্তী ওসমানপুর গ্রামে স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে চড়াও হয়। এ সময় তারা অস্ত্রের মুখে পিতা-মাতা ও বড় ভাইকে জিম্মি করে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায়।

আশরাফুল বেশ কিছুদিন ধরে ওই স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এরই এক পর্যায়ে সে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। এ ঘটনায় গতকাল স্কুলছাত্রীর বড় ভাই আলমডাঙ্গা থানায় অপহরণ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত অফিসার এসআই আনিস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা অবধি পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। উল্লেখ্য, এলাকায় আশরাফুলের বিরুদ্ধে গ্যাংগ্রুপ সৃষ্টি করে নেতৃত্ব দিয়ে চাঁদাবাজি ও ধর্ষণসহ নানা অভিযোগ রয়েছে।

Leave a comment