মাথাভাঙ্গা মনিটর: ফিফা ৱ্যাকিঙের শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে আরো পিছিয়ে গেছে নেইমারের ব্রাজিল। এক ধাপ এগিয়ে আর্জেন্টিনার ঠিক পেছনেই আছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তিন নম্বরে নেমে গেছে বেলজিয়াম। দু ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছে ক্রিস্তিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। একধাপ নেমে পাঁচে রয়েছে কলম্বিয়া। ফিফা ৱ্যাকিঙে নয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮২ নম্বরে রয়েছে মামুনুল ইসলামের দল। সর্বশেষ ৱ্যাঙ্কিং অনুযায়ী: ১. আর্জেন্টিনা, ২. জার্মানি, ৩. বেলজিয়াম, ৪. পর্তুগাল, ৫. কলম্বিয়া, ৬. স্পেন, ৭. ব্রাজিল, ৮. ওয়ালস, ৯. চিলি ও ১০. ইংল্যান্ড।