মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপ বাছাইয়ের দু ম্যাচে নিষেধাজ্ঞার আওতায় থাকা নেইমারকে পেতে ব্রাজিলের করা আবেদন প্রত্যাখান করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। দ্য কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) শুক্রবার এই রায় দেয়। ফলে আগামী ৮ অক্টোবর চিলি এবং ১৩ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে বার্সেলোনা তারকা নেইমারকে পাওয়ার আশা শেষ হয়ে গেল ব্রাজিলের। চিলিতে গত কোপা আমেরিকার গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ শেষে অখেলোয়াড়সুলভ আচরণ করেন নেইমার। এজন্য ব্রাজিলের অধিনায়ককে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিলো। নিষেধাজ্ঞার দুটি ম্যাচ এরই মধ্যে কাটিয়ে ফেলেছেন নেইমার।
ব্রাজিলের আর্জি ছিলো, বিশ্বকাপের বাছাই পর্বে নেইমারকে খেলতে দেয়া হোক। আর বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা কোপা আমেরিকার আগামী আসরে কার্যকর হোক।