দর্শনা অফিস: দর্শনা রেল বাজারের ব্যবসায়ীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কেরুজ বাজার মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা। ম্যাচে অংশ নেয়া বাজারের ব্যবসায়ীদের দুটি পক্ষের মধ্যে সোনালি একাদশকে ১-০ গোলে হারিয়ে রুপালি একাদশ জিতেছে। উভয় দলের খেলোয়াড়দের মধ্যে অংশ নেয় দলীয় অধিনায়ক পৌর কাউন্সিলর রবিউল হক সুমন, নুর ইসলাম মিস্ত্রি, সিরাজুল ইসলাম, আজিজুল হক, আরিফ মাস্টার, হারুন রাজু, জুয়েল, আ. করিম, মজনু, কাদের, বিল্লাল, চঞ্চল, মিজান, হাসান, সাঈদ, লোকমান, শামীম, মহিদুল, দোলন, সালাম, আনোয়ার, মাসুদ, লিটন, সাত্তার ও এল বাবুল। খেলা পরিচালনা করেন সালমান, ঝন্টু ও সোহাগ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কাপড় ব্যবসায়ী হাজি ফজলুল করিম, হাজি হাফিজুর রহমান, আলী হোসেন, বিশিষ্ট মুদি ব্যবসায়ী হাজি নুরুল হক, ওষুধ ব্যবসায়ী শহিদুল্লাহ, হোটেল ব্যবসায়ী খন্দকার জহিরুল ইসলাম, ডেকোরেটর ব্যবসায়ী মীর মোশাররফ হোসেন, সাবেক জাতীয় ফুটবলার গিয়াস উদ্দিন পিনা। অনুষ্ঠানের ধারাভাষ্য ও উপস্থাপনা করেন, সাংবাদিক হানিফ মণ্ডল। সার্বিক সহযোগিতায় ছিলেন, ইবু, হান্নান, রাজন, রফিকুল, প্রদীপ, কবির প্রমুখ।