কার্পাসডাঙ্গা আন্তঃফুটবল টুর্নামেন্টে কুতুবপুর নিউ স্টার জয়ী

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: কার্পাসডাঙ্গা আন্তঃফুটবল টুর্নামেন্টে কুতুবপুর নিউ স্টার ৩ গোলে জয়ী হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় কার্পাসডাঙ্গা ফুটবলমাঠে কুতুবপুর নিউ স্টার সুবুলপুর একাদশকে ৩ গোল পরাজিত করে। কুতুবপুর নিউ স্টার দলের পক্ষে সালমান, আশিক, সুমন একটি করে গোল করে। খেলাটি পরিচালনা করেন আব্দুল হাই, হাফিজুর ও রফিক।