মেহেরপুর অফিস: ৪৩৯ বোতল ফেনসিডিলসহ দামুড়হুদা জয়রামপুরের মাদকব্যবসায়ী খোকন মিয়াকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। খোকন মিয়া জয়রামপুর গ্রামের ওমর আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মেহেরপুর শহরের পণ্ডেরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ফেনসিডিল বহনকারী একটি মিনিট্রাকও জব্দ করেছে পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, মেহেরপুর শহরের পণ্ডেরঘাট এলাকা থেকে তুলা ভর্তি ট্রাকে ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশে একটি মিনিট্রাক ছেড়ে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে তিনি নিজেই সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি দেখে ট্রাক ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে খোকন মিয়া (৪০)। পুলিশ তাকে ধাওয়া করে গ্রেফতার করে। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে তুলার বস্তার ভেতর থেকে ৪৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। খোকন মিয়া নিজেই গাড়ির চালক, মালিক ও চিহ্নিত মাদকব্যবসায়ী বলে পুলিশ জানায়।