দামুড়হুদায় মহিউদ্দিন স্মৃতি ফুটবলে মালিথাপাড়া ফাইনালে

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে মিতালী সঙ্ঘের আয়োজনে জয়রামপুর মালিথাপাড়া ফুটবল একাদশ ও ডুগডুগি ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় জয়রামপুর মালিথাপাড়া ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়। খেলা পরিচালনা করেন হাবিবুর রহমান, আলো ও তিতুয়ার রহমান। আজ শুক্রবার বিকেলে একই মাঠে রঘুনাথপুর ফুটবল একাদশ ও গোবিন্দপুর ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।