ঝিনাইদহ পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহ মোহাম্মদ রবিকে মুখোশধারী দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহ মোহাম্মদ রবিকে মুখোশধারী দুর্বৃত্তরা কুপিয়ে মারাত্মক জখম করে দু হাত প্রায় বিচ্ছিন্ন করে পায়ের রগ কেটে দিয়েছে। রবি ঝিনাইদহ পৌর এলাকার ছোট কামারকুণ্ডু গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্যাপারীপাড়া শাপলা চত্বর দিয়ে হেটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক মনজুরুল হাসান জানান, ব্যাপারীপাড়া শাপলা চত্বর দিয়ে হেটে যাওয়ার সময় একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তিনি আরো জানান, হামলার সাথে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা হামিদ জানান, তিনি খবর পেয়ে রবিকে হাসপাতালে দেখতে যান। রবির দু হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। পায়ের রগও কেটে দিয়েছে। তিনি জানান, আহত রবি হামলাকারীদের হয়তো চিনতে পেরেছেন। এছাড়া ছাত্রলীগও অনুসন্ধান চালাচ্ছে এ হামলার সাথে কারা জড়িত থাকতে পারে। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ ও সাধারণ সম্পাদক রানা হামিদ হামলার নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানা এখনো কোনো মামলা হয়নি বলে জানান ডিউটি অফিসার এএসআই  আজাদ।