গাংনীতে ভূমি মেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

গাংনী প্রতিনিধি: ভূমি আইন একটি জটিল বিষয়। তাই জনগণকে ভূমি আইন সমন্ধে সচেতন করা দরকার। সচেতন করতে পারলে সমাজ থেকে অনেক জটিলতা দূর হবে। সেই সাথে সাধারণ নাগরিকরা নানাভাবে উপকৃত হবে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুরের গাংনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন গাংনী সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান। গাংনী উপজেলায় তিনদিন ব্যাপি ভূমিমেলা আয়োজনের প্রস্তুতি হিসেবে ওই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, সম্পাদক আক্তারুজ্জামান, সাংবাদিক জুলফিকার আলী কানন ও মাহবুব আলম প্রমুখ। আগামী ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ভূমিমেলা অনুষ্ঠিত হবে। মেলায় উপজেলার সাধারণ জনগণ ভূমি কর প্রদান, জমির খাজনা প্রদানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন আইন কানুন ও নানা বিষয় জানতে পারবেন। জমির খাজনা প্রদানে উৎসাহিত করতে নিয়মিত খাজনা প্রদানকারী কৃষকদের সম্মাননা প্রদান করা হবে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।