ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের আড়পাড়া থেকে ১৭ গ্রাম হেরোইন ও ২৩ পিস ইয়াবাসহ টুকু বেগম (৫০) নামে এক নারী মাদকব্যবসায়ীকে আটক করেছে ৱ্যাব। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। টুকু বেগম কালীগঞ্জ উপজেলার আড়পাড়া নদীরপাড় এলাকার মোস্তাফিজুর রহমান বাবলার স্ত্রী। ঝিনাইদহ ৱ্যাব-৬ জানায়, টুকু বেগম দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদকব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ৱ্যাবের একটি দল রাতে আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে টুকু বেগমকে আটক করে। পরে তার তথ্য অনুযায়ী তার বসতবাড়ি থেকে ১৭ গ্রাম হেরোইন ও ২৩ পিস ইয়াবা উদ্ধার করে। ঝিনাইদহ ৱ্যাব-৬ এর স্কট কমান্ডার রমজান আলী জানান, আটক নারীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।