মাথাভাঙ্গা মনিটর: লেগ স্পিনার ইয়াসির শাহর ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে ২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩১ রানের বড় ব্যবধানে হেরেছে এল্টন চিগুম্বুরার দল। প্রথম ওয়ানডেতে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে পাকিস্তান। এ জয়ে বড় অবদান রয়েছে ক্যারিয়ার সেরা ব্যাটিং করা মোহাম্মদ রিজওয়ান ও ইমাদ ওয়াসিমের।
গতকাল বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাবমাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৫৯ রান করে পাকিস্তান। জবাবে ৩৭ ওভারে ১২৮ অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।