জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার বেগুয়ারখালী গ্রামে রাতে ঘরে ঢুকে ২ সন্তানের জননী মুসলিমার ঘরে ঢুকে গ্যাঁড়াকলে পড়েছে প্রতিবেশী যুবক উজ্জ্বল। গত বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গা জামজামি ইউনিয়নের বেগুয়ারখালী গ্রামের আরজ আলী মণ্ডলের ছেলে উজ্জ্বল (২৮) গতপরশু রাতে প্রতিবেশী ইব্রাহিম খলিলের স্ত্রী ২ সন্তানের জননী মুসলিমা খাতুনের (৩০) ঘরে ঢুকে রঙ্গলীলায় মেতে ওঠে। এ সময় মুসলিমার দেবর রাশিদুল ভাবীর ঘরে পুরুষ কন্ঠের ফিসফিসানি শুনে দরজায় ধাক্কা দিয়ে হাতেনাতে উজ্জ্বলকে ধরে ফেলে।