স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করায় হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড প্রধান নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের এটি সবচেয়ে দুঃখজনক ঘটনা। ছয়দিন ধরে উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা নিয়ে বাংলাদেশ ক্রিকেটের অপেক্ষার পর গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে আসে চূড়ান্ত ঘোষণা। বাংলাদেশ সফর স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিসিবির প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় গুলশানে নিজ বাসভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বোর্ড নাজমুল হাসান। সাথে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মাহবুব আনামসহ বেশ কয়েকজন বোর্ড পরিচালক। আনুষ্ঠানিক বিবৃতিতে নাজমুল হাসান বলেন, আমরা হতাশ, দুঃখিত ও ব্যথিত। বাংলাদেশের খুব একটা ভালো সময় যাচ্ছিলো। এ সময়ে এসে সবচেয়ে দুঃখজনক একটি ঘটনা ঘটলো আমাদের ক্রিকেটে। এজন্য আমরা অত্যন্ত ব্যথিত। নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ সফর বাতিল হলো, এটা মানতেই পারছেন না বিসিবি প্রধান।