মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. মোজাম্মেল হক (৮৪) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজেউন)। গতকাল বুধবার ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুর ২টায় রায়পুর ফুটবলমাঠে তার নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়। তার দাফন অনুষ্ঠানে মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড.মিয়াজান আলী, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি আলহাজ জয়নাল আবেদীন, জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।