বিশেষ অলিম্পিকে স্বর্ণজয়ী সুইটিকে সংবর্ধনা
ইসলাম রকিব: চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে স্বর্ণজয়ী চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের শৈলমারী গ্রামের সেনা সদস্য সার্জেন্ট হাফিজের কন্যা স্বর্ণালী ইয়াসনি সুইটিকে সংবর্ধনা প্রদান এবং সরকারি প্রাথমিক বিদালয়ের ৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার প্রদান করা হয়। স্বর্ণালী বিশেষ অলিম্পিকে দীর্ঘলাফে স্বর্ণ, ১০০ মিটার প্রিন্টে রৌপ্য ও ২০০ মিটার দৌড়ে ব্রঞ্জ পদক লাভ করে। এ অসামান্য অবদানের জন্য তাকে সংবর্ধনা সহকারে স্বর্ণালীর হাতে ক্রেস্ট তুলে দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
গতকাল সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ২০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটা করে ক্রীড়া সামগ্রী বিতরণের অনেক যুক্তি আছে। আমাদের সন্তানরা আজ খেলাধুলা ছেড়ে মাদকের দিকে ঝুকে পড়ছে, তাদের নৈতিক অবক্ষয়ে সমাজ ও অভিভাবকরা অতিষ্ঠ। তাই ছোটকাল থেকেই যদি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চায় আকৃষ্ঠ করা যায় তাহলে সন্তানদের বিপথগামিতা থেকে বাঁচানো যাবে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত অনুশীলন ও শরীরচর্চা করলে শরীর-মন সুস্থ, সতেজ ও সবল থাকে।
প্রধান অতিথি আক্ষেপ করে বলেন, আমাদের পার্শ্ববর্তী জেলা মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা জেলার ক্রিকেটাররা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু আমার চুয়াডাঙ্গা থেকে অদ্যাবধি কোনো ক্রিকেটার জাতীয় দলের খেলার সুযোগ লাভ করতে পারেনি। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনার সন্তানকে শুধু, পড়ালেখা ও প্রাইভেটের দিকে না টেলে দিয়ে সার্বিক মানুষ হিসেবে গড়ে তুলতে বিকেলে অবশ্যই খেলাধুলার সুযোগ করে দিতে হবে। আপনাদের উদ্যোগকে উদ্যোমে পরিণত করে তাদেরকে ভালো মতো বাঁচার সুযোগ করে দিবেন। খেলাধুলার মাধ্যমে যে নির্মল আনন্দ লাভ করা যায় তা আর পৃথিবীর কোথাও পাওয়া যাবে না।
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর আব্দুল মোত্তালিব, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামান, জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত।
সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্মবিষায়ক সম্পাদক মাসুদউজ্জামান লিটু, পৌর কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, শঙ্করচন্দ্র ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদরাসার অধ্যক্ষ আ. জলিল হাওলাদার, রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন-আজাদ সুস্থির, চুয়াডাঙ্গা একডেমির প্রধান শিক্ষক সুকেশ কুমার বিশ্বাস, কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকলাস হোসেন মন্টুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ। আলোচনাসভা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদরউপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ-আল-সামী।