স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পলাশপাড়া (শান্তিপাড়া স্কুলমোড়ের) আব্দুল জলিলের দু ছেলে আব্দুল কুদ্দুস মিন্টু ও মনিরুজ্জামান মন্টুর বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হযেছে। ভাঙচুরের পাশাপাশি নগদ টাকাও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন আব্দুল কুদ্দুস মিন্টুসহ তার লোকজন।
অভিযোগকারীরা বলেছেন, একইপাড়ার মঞ্জুরুল জাহিদ দীর্ঘদিন আগে মিন্টুর নিকট থেকে সোকেস কেনে। সোকেস বাবদ পাওনা টাকা চাইতে গেলে গতকাল সন্ধ্যায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরই জের ধরে জাহিদ তার লোকজনকে সাথে নিয়ে দু ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘরে থাকা নগদ টাকাও লুট করে। এ মর্মে সদর থানায় নালিশ করা হয়েছে। সদর থানার এসআই মহাসিন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।