গাংনীর সাহারবাটি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন শ্যামপুর

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলার শ্যামপুর ফুটবল দল। গতকাল বুধবার বিকেলে সাহারবাটি ফুটবলমাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে পূর্ব মালসাদহ দলকে পরাজিত করে।

দুদলই চ্যাম্পিয়নশিপের আশায় বাইরের জেলার বরেণ্য খেলোয়াড়দের সমন্বয়ে দল গঠন করে। খেলার শুরুতে আক্রমণ ও পাল্টা আক্রমণ শুরু হয়। প্রথমার্ধের শেষের দিকে পূর্ব মালসাদহের স্ট্রাইকারের নেয়া শর্ট গোলপোস্ট লেগে গোল বঞ্চিত হয়। দ্বিতীয়ার্ধের শেষের দিকে একইভাবে আরেকটি বল গোলপোস্টের বাইরে চলে যায়। শ্যামপুর দলের খেলোয়াড়রা গোলের তেমন সুযোগ সৃষ্টি করতে না পারলেও ডিফেন্স আড়কে পড়ে ছিলো। শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থায় খেলার নির্ধারিত সময় অতিবাহিত হলে টাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৫-৪ গোলে জয়ী হয় শ্যামপুর ফুটবল দল।

প্রধান অতিথি হিসেবে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে পুরস্কার বিতরণ করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, গাংনী উপজেলা সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, আমঝুপি ইউপি সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু, জেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, সাহারবাটি ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল গনি ও জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজ্জামান শিপু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু ও মুক্তি। চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ছাড়াও প্রাইজমানি দেয়া হয়। রেফারি ছিলেন মাহবুবুল হক ও লাইচম্যান হিসেবে রিপন ও কামরুজ্জামান।