মেহেরপুর অফিস: আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে ৱ্যালি ও আলোচনাসভা করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসানের নেতৃত্বে একটি ৱ্যালি বের হয়। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মেজবাহুল হক, এনডিসি নূর-এ আলম, সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, ফাতেমাতুজ জোহরা, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, সাংবাদিক রফিক-উল আলম, পলাশিপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আলহাজ মোশাররফ হোসেন প্রমুখ। এ ছাড়া বিভিন্ন এনজিওর কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ৱ্যালি ও আলোচনাসভায় অংশ গ্রহণ করেন।