স্থায়ী না অল্প দিনের বিয়ে?

বিয়ের ব্যাপারে অবশেষে মুখ খুললেন সালমান খান! সরাসরি ছুড়ে দিলেন প্রশ্ন, স্থায়ী না অল্প দিনের বিয়ে? কোনটা বাছতে বলছেন? সালমানে এমন কথা শুনে চোখ কপালে তোলার কিছু নেই। বরাবরই বলিউডে ঠোঁটকাটা বলে তাঁর একটা পরিচিতি রয়েছেই! তার উপর এ বারে এতটা তেড়েফুঁড়ে ওঠার কারণও রয়েছে! এক সাংবাদিক যে বার বার ‘বিয়ে কবে করছেন, বিয়ে কবে করছেন’ বলে ঘ্যানঘ্যান করেই চলেছিলেন তাঁর চার পাশে! সম্পর্কের ভাঙন তো আর কম এল না জীবনে, সেই জন্যেই হয়ত বিয়ে ব্যাপারটা নিয়ে শ্রদ্ধা হারিয়েছেন তিনি।তবে, একদম শেষের যুক্তিটাকে কিন্তু এ দিন সাংবাদিকের প্রশ্নের উত্তরে সমর্থনই করলেন সালমান। সরাসরি বললেন, বিয়ে খুব একটা জরুরি কিছু নয়। এমনকী, এটা সারা জীবনে জুড়ে থাকার মতো খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপারও নয়! একটু পরেই ফের সাংবাদিকের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন সলমন— স্থায়ী না অল্প দিনের বিয়ে— কোনটা করতে বলছেন, বলুন তো? বিপদ বুঝে সাংবাদিক একটাই উত্তর দেন— ঠিক আছে, আপনাকে বিয়ে করতে হবে না! এর পর বিয়ে নিয়ে স্বগতোক্তির ঢংয়ে একটাই কথা শোনা যায় স‍ালমানের মুখে। কী বললেন তিনি? আমি এ বার সত্যিই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছি! কেউ বলে বিয়ে করো, তো কেউ বলে করতে হবে না! 94521_salman