স্টাফ রিপোর্টার: সৌদি আরবের একজন সিনিয়র প্রিন্স তার দেশের নেতৃত্বে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। তেলের দরের ক্রমবর্ধমান পতন ও মক্কায় গত সপ্তাহ’র হজ ট্র্যাজেডির প্রেক্ষাপটে তিনি এই ব্যতিক্রমধর্মী আহ্বান জানালেন। তবে তিনি গণমাধ্যমের কাছে নাম প্রকাশ করতে রাজি হননি।
সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ ইবনে সৌদের নাতি বলেছেন, সৌদি রাজ পরিবারের মধ্যে কোন্দল চলছে এবং জনগণও সরকারের ওপর- বিশেষ করে রাজা সালমানের নেতৃত্বের প্রতি সন্তুষ্ট নয়। সালমান গত জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করেছেন। এ মাসের প্রথম দিকে জনগণের উদ্দেশে দুটি খোলা চিঠিতে তিনি লিখেছিলেন, রাজা স্থিতিশীল অবস্থানে নেই এবং বাস্তবে রাজার ছেলে সালমানই রাজ্য চালাচ্ছেন। তাই আমার চার অথবা ৫ জন চাচা এইসব চিঠি নিয়ে শিগগিরই আলোচনায় বসবেন। তারা তাদের বহু ভাতিজাকে নিয়ে একটি পরিকল্পনা প্রণয়ন করছেন এবং তা দরজা খুলে দিবে। দ্বিতীয় প্রজন্মের অনেকেই খুবই উদ্বিগ্ন। গোত্রীয় নেতারাসহ সব শ্রেণির জনগণও খুবই চাপ দিচ্ছে এ বিষয়ে।