পেছন থেকে তিনটি গুলি করা হয় তাবেলাকে

স্টাফ রিপোর্টার: ইতালীয় নাগরিক তেজারে তাবেলাকে কাছাকাছি দূরত্ব থেকে পরপর তিনবার গুলি করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশের ময়নাতদন্ত করা হয়। পরে ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ আবু শামা সাংবাদিকদের এ তথ্য জানান।

কাজী মোহাম্মদ আবু শামা জানান, একটি গুলি তাবেলার বামহাতের বাহুতে লেগে বেরিয়ে গেছে। দুটি গুলি পিঠ দিয়ে ঢুকেছে। তার মধ্যে একটি বুকের দিক দিয়ে বেরিয়ে গেছে। আরেকটি আটকে ছিলো। ময়নাতদন্তের সময় বুকের ভেতর আটকে থাকা গুলিটি বের করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাছাকাছি দূরত্ব থেকে গুলি করা হয়েছে। রাতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ জানিয়েছে। তবে আইএসের এ দাবির সত্যতা যাচাই হয়নি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

বাংলাদেশে হুমকি দেখছেযুক্তরাষ্ট্রও

স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া দেশগুলোতে জঙ্গি হামলার ‘সম্ভাব্য পরিকল্পনার’ তথ্য জানিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করা হয়েছে। অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর গত সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এক বার্তায় এ সতর্কবাণী করা হয়েছে।

বার্তায় মার্কিন নাগরিকদের বলা হয়েছে, বাংলাদেশে জঙ্গিরা অস্ট্রেলিয়ার স্বার্থে আঘাত হানতে পারে বলে নির্ভরযোগ্য নতুন তথ্য তারা পেয়েছে। এ ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। মার্কিন দূতাবাস জানিয়েছে, দক্ষিণ এশিয়ার জঙ্গি দলগুলো ওই অঞ্চলে মার্কিন স্থাপনা, মার্কিন নাগরিক ও মার্কিন স্বার্থের ওপর হামলার পরিকল্পনা করে থাকতে পারে। ঝুঁকি বেড়ে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারীকে তাদের আঞ্চলিক নিরাপত্তা দফতরের অনুমতি ছাড়া বাংলাদেশে বড় ধরনের জমায়েত বা আন্তর্জাতিক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের অন্য নাগরিকদেরও একই পরামর্শ দিয়ে জনসমাগমস্থল, খাবারের দোকান  ও হোটেলসহ বিভিন্ন স্থানে চলাফেরার ক্ষেত্রে উচ্চ মাত্রায় সতর্কতা অবলম্বন করতে বলেছে মার্কিন দূতাবাস। এর আগে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) বাংলাদেশে ভ্রমণে বিষয়ে সতর্কতা জারি করে।  এক বার্তায় তাদের নাগরিকদের ডিএফএটি জানায়, জঙ্গিরা বাংলাদেশে অস্ট্রেলিয়ার স্বার্থের ওপর আঘাত হানার পরিকল্পনা করছে- এমন নির্ভরযোগ্য তথ্য তাদের হাতে রয়েছে। এদিকে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের চলাচলেও সতর্কতা জারি করেছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের ওয়েবসাইট দেয়া সতর্ক বার্তায় নাগরিকদের সন্ত্রাসীদের হামলা থেকে রক্ষা পেতে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় বলা হয়, ব্রিটেনের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসের শেষভাগে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী সম্ভবত পশ্চিমাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পরিকল্পনা করছে।

 

ঢাকায় আমেরিকান ক্লাব বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার: ঢাকাস্থ আমেরিকান ক্লাব বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্লাব বন্ধ থাকবে। সন্ত্রাসীদের হুমকি নিয়ে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করার এক দিন পর ক্লাব বন্ধের ঘোষণা আসলো।

দ্য আমেরিকান এম্বাসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (এইইএ) ব্যবস্থাপনা বিভাগ গতকাল মঙ্গলবার সকালে ক্লাবের সদস্যদের পাঠানো এ সংক্রান্ত একটি ই-মেইল বার্তায় এ সতর্কতা ইস্যু করে। ই-মেইলে বলা হয়, ‘প্রিয় সদস্য, অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এইইএ বন্ধ থাকবে।’ এর এক দিন আগে গত সোমবার যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে বসবাসরত তার নাগরিকদের সতর্ক করেছে। সতর্ক বার্তায় বলা হয়, তারা তথ্য পেয়েছে যে, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসী গ্রুপগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে আক্রমণ চালাতে পারে। এতে মার্কিন নাগরিকদের কোনো জমায়েতে, যেখানে বিদেশিরা সমবেত হতে পারেন, সেসব স্থানে উপস্থিতি সীমিত রাখতে বলা হয়। তাদের ওয়েবসাইটে ঢাকার রেস্তোঁরা, হোটেল, অন্যান্য স্থান যেখানে বিদেশিরা ঘন ঘন সমবেত হন, এমন সব খোলা স্থানে মার্কিন নাগরিকদের উচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে। এদিকে, মঙ্গলবার ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

 

ইতালীয় নাগরিক হত্যা তদন্তে দুই কমিটি

স্টাফ রিপোর্টার: রাজধানীর কূটনীতিক পাড়া হিসেবে পরিচিত গুলশানে দুর্বৃত্তের গুলিতে নিহত ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যার ঘটনা তদন্তে গতকাল মঙ্গলবার পুলিশ সদর দফতরে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলামকে। এছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার   রেজাউল হায়দারের নেতৃত্বে গঠন করা হয়েছে পৃথক তদন্ত সহায়তা টিম। সভায় পুলিশের ভারপ্রাপ্ত আইজিপি মোখলেসুর রহমান বলেন, এ ঘটনাটিকে আমরা একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ইন্টেলিজেন্স সংগ্রহ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং তদন্তের মাধ্যমে এ ঘটনার রহস্য উদ্ঘাটন নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল পুলিশ ইউনিটকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। তিনি বলেন, রাজধানীর কূটনৈতিক এলাকায় পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে। ফুট ও মোটর সাইকেল প্যাট্রোল, চেক পোস্ট, তল্লাশি জোরদার করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বিদেশি সংস্থার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের নানা সংস্থার মধ্যে সহায়তা এবং সমন্বয় বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে।

সভায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিআইজি হেলাল উদ্দিন বদরী, সিআইডির ডিআইজি সাইফুল আলম, ডিআইজি (সিটি এসবি) মোশাররফ হোসেন ভূঁঞা, ডিআইজি (রাজনৈতিক) মাহবুবুর রহমান, পিবিআই’র ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ইতালীয় নাগরিক খুন নিয়ে রহস্যের জট

স্টাফ রিপোর্টার: জঙ্গি বিষয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের হঠাত একটি সতর্কবার্তা পেয়ে শেষ মুহূর্তে বাংলাদেশ সফর পিছিয়ে দেয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর বাংলাদেশ পরিস্থিতি পর্যালোচনা করতে রোববার ঢাকায় আসেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল। তার সাথে রয়েছেন নিরাপত্তা দলের আরেক সদস্য। ওই দিন নিরাপত্তা দলটি দুটি গোয়েন্দা সংস্থার সাথে নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন। সোমবার অস্ট্রেলিয়ার ক্রিকেট নিরাপত্তা প্রতিনিধি দল বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। একই দিন র্যাবের সাথে বৈঠক করে বিকাল সোয়া ৫টায় র্যাব সদর দফতর থেকে বের হয় নিরাপত্তা দল। বৈঠকে জঙ্গি তত্পরতা নিয়ে কথা হয়।

বৈঠকের ঠিক এক ঘণ্টা পাঁচ মিনিট পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ইতালীয় নাগরিক তাভেল্লা চেজারকে গুলশানে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। অস্ট্রেলীয় ক্রিকেট নিরাপত্তা প্রতিনিধি দলের বাংলাদেশে আসা, ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত হওয়া, একজন বিদেশি নাগরিক খুন এবং আইএস-এর সম্পৃক্ততার অভিযোগ নিয়ে দেশে-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে।

iii