শান্তিরক্ষা মিশনে আরো ৪০ হাজার সেনা পাঠানোর প্রতিশ্রুতি
মাথাভাঙ্গা মনিটর: জাতিসংঘের চলমান শান্তিরক্ষা মিশনগুলোতে নতুন করে আরো ৪০ হাজার শান্তিরক্ষী দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটির ৫০টিরও বেশি সদস্য দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন নিয়ে বিশ্ব নেতাদের বৈঠকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ওবামা। শান্তিরক্ষা নিয়ে শীর্ষ বৈঠকটিতে নতুন মিশনের প্রয়োজনে দ্রুততার সাথে শান্তিরক্ষী মোতায়েনে শান্তিরক্ষা মিশনের আকার ও সামর্থ্য বৃদ্ধির বিষয়টি আলোচিত হয়। এ নিয়ে ওবামা বলেন, ‘প্রতিটি নতুন মিশনকে আগেরটির চেয়ে অধিক সুসংগঠিত ও কার্যকরী করা আমাদের লক্ষ্য হওয়া উচিত।’ সেনা পাঠানোর পাশাপাশি রাস্তার মধ্যে পেতে রাখা বোমা নিষ্ক্রিয় করা ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় রসদ, হেলিকপ্টার এবং মেডিকেল ইউনিট পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছে দেশগুলো। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার জানিয়েছেন, ৫০টিরও বেশি দেশ নতুন আরো ৪০ হাজার সেনা ও পুলিশের পাশপাশি ৪০টি হেলিকপ্টার, ১৫টি সামরিক প্রকৌশলী কোম্পানি ও ১০টি ফিল্ড হাসপাতাল পাঠানোরও প্রতিশ্রুতি দিয়েছে।
আসাদ প্রশ্নে একমত হতে পারেননি ওবামা-পুতিন
মাথাভাঙ্গা মনিটর: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখোমুখি বৈঠকে সিরিয়ার গৃহযুদ্ধের কূটনৈতিক সমাধান খোঁজার চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতায় থাকার প্রশ্নে একমত হতে পারেননি। ৯০ মিনিটের এ বৈঠকে কেবল সিরিয়ায় সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সশস্ত্রবাহিনীর মধ্যে আলোচনা হওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারে একমত হয়েছেন দু নেতা। ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) ওপর বোমা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং মিত্র দেশগুলো। এর মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি বৃদ্ধির কারণে অন্যান্য বাহিনীগুলোর সাথে দুর্ঘটনাবশত রুশ বাহিনীর সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে এবং রাশিয়ার মূল উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রও প্রশ্ন তুলেছে। তবে, ওবামার সাথে বৈঠকের পর পুতিন সাংবাদিকদের বলেছেন, রাশিয়া আইএস জঙ্গিদের বিরুদ্ধে কুর্দি বাহিনী এবং সিরিয়া সরকারকে যত বেশি সমর্থন দেয়া সম্ভব ততটাই দেয়ার চিন্তাভাবনা করছে। পুতিন আরো বলেন, সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে আসাদই হচ্ছেন একমাত্র বিকল্প। আর তাই আসাদের সামরিক বাহিনীকে সমর্থন সহযোগিতা দিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই উল্লেখ করে একটি বৃহত্তর সন্ত্রাস-বিরোধী আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানান তিনি।
নেপালে ভারতীয় টিভি চ্যানেল প্রদর্শন বন্ধ
মাথাভাঙ্গা মনিটর: অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে নেপালে ভারতীয় টেলিভিশনের প্রচার বন্ধ করে দিয়েছে দেশটির কেবল টিভি অপারেটররা। নেপালের কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে নেপালে ভারতীয় টিভি চ্যানেলের প্রদর্শন বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়। সোমবার ফেডারেশন অব নেপাল কেব্ল টেলিভিশন অ্যাসোসিয়েশন সভা করে এ সিদ্ধান্ত নেয়। অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল পারাজুলি বলেন, এটি প্রতীকী। ইতোমধ্যে নেপালের পোখারা, চিতোয়ান ও মহেন্দ্রনগরে ভারতীয় হিন্দি চ্যানেল বন্ধ করে দেয়া হয়েছে। নতুন সংবিধান প্রণয়নকে কেন্দ্র করে নেপালের ওপর অনানুষ্ঠানিক অবরোধ আরোপ ও দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোর প্রতিবাদে এ সিদ্ধান্ত বলে জানান তিনি।
পশ্চিমবঙ্গে বিষাক্ত মদ পানে ১০ জনের মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় বিষাক্ত মদপান করে ১০ জন মারা গেছেন। জেলার পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার ময়না থানা এলাকায় বেশ কিছু মানুষ স্থানীয়ভাবে তৈরি বিষাক্ত চোলাই মদ পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ওই ঘটনায় ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। বিষাক্ত মদ তৈরি ও বিক্রির সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১৬ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
চলে গেলেন আশা ভোঁসলের বড় ছেলে হেমন্ত
মাথাভাঙ্গা মনিটর: সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের বড় ছেলে হেমন্ত সোমবার স্কটল্যান্ডে মারা গেছেন। ৬৬ বছর বয়সী হেমন্ত দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের বড় ছেলে হেমন্তও সঙ্গীতভুবনে সক্রিয় ছিলেন। সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ছেলে হেমন্তের সুর করা অনেক গানই গেয়েছেন মা আশা ভোঁসলে। হেমন্তের সুর করা ও আশা ভোঁসলের গাওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘জাগে জাগে নায়নো মে’, ‘ইউঁ কাশি প্রিয়া’ প্রভৃতি। ‘শ্রদ্ধাঞ্জলি’ ও ‘নজরানা পেয়ার কা’ গানদুটিও জনপ্রিয়তা পেয়েছিলো। অসুস্থ বড় ছেলেকে দেখতে খুব শিগগিরই স্কটল্যান্ড যাওয়ার কথা ছিলো আশা ভোঁসলের। কিন্তু সে সময়টুকু পেলেন না তিনি।
গত তিন বছরে আশা ভোঁসলের এটি দ্বিতীয় সন্তান বিয়োগ। এর আগে ২০১২ সালে তার মেয়ে বরষা আত্মহত্যা করেন। প্রসঙ্গত, আশা ভোঁসলের বড় ছেলে হেমন্ত মারা যান ২৮ সেপ্টেম্বর। এ দিনটি ছিলো আশা ভোঁসলের বড় বোন লতা মুঙ্গেশকরের জন্মদিন।