চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের মডার্ন জুয়েলার্সে দুঃসাহসিক চুরি : সমিতির জরুরি বৈঠক

স্টাফ রিপোর্টার: আজ বুধবারের মধ্যে চুরি হওয়া সোনা, সোনার গয়না উদ্ধার এবং চোর ধরতে না পারলে আগামীকাল বৃহস্পতিবার থেকে চুয়াডাঙ্গা জেলার সকল জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা গতকাল মঙ্গলবার এক জরুরি সভায় মিলিত হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকার ১১টায় প্রতিবাদ মিছিল, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপিও পেশ করার কর্মসূচি হাতে নিয়ে সমিতির নেতৃবৃন্দ বলেছেন, চুয়াডাঙ্গা জেলা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বরের মডার্ন জুয়েলার্সের দেয়াল কেটে সিন্দুক ভেঙে দেড় কোটি টাকার সোনা ও সোনার গয়না চুরি হয়েছে। চুরির দুদিন পার হয়ে গেছে। অথচ পুলিশ চোর ধরতে পারেনি। উদ্ধার হয়নি চুরি হওয়া ২শ ৭৪ ভরি সোনার এক রত্তিও। পুলিশ আন্তরিক হলে চোর ধরা যাবে না, চুরি হওয়া সোনা উদ্ধার হবে না তা মানি না। তা ছাড়া সদর থানার নিকটস্থ দোকানে এভাবে চুরিও মেনে নেয়া যায় না।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার ও সেক্রেটারি শেখ সাদী যুক্ত স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে গত রোববার রাতে মডার্ন জুয়েলার্সে চুরির প্রেক্ষিতেই গতকাল জরুরি সভার আয়োজন করে সর্বসম্মতিক্রমে ওপরোল্লেখিত কর্মসূচি হাতে নিয়ে তা পালনে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।