স্টাফ রিপোর্টার: জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে কলাবাড়ি দুবাই স্টার ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ক্লাব চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমেই কেক কেটে উৎসবের শুরু করেন দুবাই স্টার ক্লাবের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ক্রীড়া সংগঠক কামরুজ্জামান। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। খালিদ মাহমুদ মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, দুবাই স্টার ক্লাবের সভাপতি ক্রীড়া সংগঠক কামরুজ্জামান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল মণ্ডল, সাধারণ সম্পাদক মামুন মণ্ডল, মোনাজাত আলী, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন, সমাজসেবক সাইফুল ইসলাম ও ঢাকা প্রিমিয়াম লিগের সাবেক ফুটবলার সাইদুর রহমান লিপু। আলোচনাসভা শেষে ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।