স্টাফ রিপোর্টার: দিনাজপুর শহরের শেরশাহ মোড়ে আউয়াল (২১) নামে এক ব্যক্তি নিজ হাতে চার মাসের ছেলেকে হত্যা করে মৃত সন্তানসহ থানায় আত্মসমর্পণ করেছে। বুধবার সন্ধ্যা ৬টায় এই ঘটনা ঘটে। আউয়াল জানান, তার স্ত্রী লিপি বেগমের (১৯) সাথে অনৈতিক কার্যকলাপ নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে সে লিপিকে মারধর করতে থাকলে আত্মীয়-স্বজনরা তাকে বাধা দেয়। এতে সে ক্ষুব্ধ হয়ে চার মাসের নিজ শিশুপুত্র লিখনকে ঘরের বাইরে এনে গলায় গামছা পেচিয়ে হত্যা করে। সন্তানকে হত্যার পর মৃত শিশু নিয়ে আউয়াল নিজেই থানায় এসে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করে।