স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে চরমপন্থি নেতা মোফাজ্জেল হোসেন ওরফে বেড়ে মবজেল (৫৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে লেবুতলা ইউনিয়নের সরশুনাদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মবজেল যশোর সদর উপজেলার সালিহাট গ্রামের শাহজাহানের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ অন্তত অর্ধডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলেছে, দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো মবজেল। গতকাল বুধবার দুপুরের দিকে মবজেল সরশুনাদহ গ্রামের রাস্তার পাশে একটি চায়ের দোকানে অবস্থা করছিলেন। এ সময় ৩টি মোটরসাইকেলে অজ্ঞাত ৬ জন দুর্বৃত্ত এসে তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তার শরীরে অন্তত ৮টি গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।