যশোরে দিনদুপুরে এক সময়ের চরমপন্থি মফজেলকে গুলি করে খুন

স্টাফ রিপোর্টার: যশোরের লেবুতলা এলাকার শরশুনাদহ বাজারে এক সময়ের চরমপন্থি সন্ত্রাসী মফজেল ওরফে বেড়ে মফজেলকে (৪৫) গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা। সে সদর উপজেলার সালিয়াট গ্রামের মৃত শাহাজান আলী মণ্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, গতকাল বুধবার ৩টি মোটরসাইকেলযোগে আসা আট সন্ত্রাসীর মধ্যে তিনজন খুব কাছ থেকে মফজেলের দেহে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা নিশ্চিত করে বীরদর্পে চলে যায়। এক স্যুটার বোরখা পরিহিত ছিলো। হত্যার পর ঘাতকরা ‘স্বাধীন স্বাধীন’ ধ্বনি উচ্চারণ করে ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের খোঁজে অভিযান চালিয়েছে। নিহত মফজেলের বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় হত্যাসহ হাফ ডজন মামলা রয়েছে। হত্যায় কারা জড়িত পুলিশ এখনও নিশ্চিত না হলেও তার স্ত্রীর দাবি, হত্যায় মালিয়াট গ্রামের বাচ্চু গং জড়িত।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মত ২৩ সেপ্টেম্বর লেবুতলা এলাকার শরশুনাদহ বাজারে মন্টুর চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলো মফজেল। এ সময় লেবুতলার দিক থেকে তিনটি মোটরসাইকেলযোগে আসা ৮ জন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয় লোকজন কিছু বুঝে ওঠার আগই প্রথম মোটরসাইকেলে থাকা বোরখা পরা সন্ত্রাসী নেমে চায়ের দোকানে বসে থাকা মফজেলের খুব কাছে গিয়ে পেছন থেকে গুলি করে। প্রথম গুলিতে মফজেল দোকানের পাশে পড়ে গেলে অপর সন্ত্রাসীরা নেমে কাছ থেকে বুকে পরপর দুটি গুলি করে। মৃত্যু নিশ্চিত করার জন্য দোকানের পাশ থেকে চেলা কাঠ নিয়ে মাথায় ও বুকে বেধড়ক আঘাত করে। ফেরার পথে যশোর-মাগুরা মহাসড়কে ওঠার সময় অস্ত্র প্রদর্শন করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে দ্রুত যশোরের দিকে পালিয়ে যায়।