মহেশপুর সীমান্তে চোরাচালান বিরোধী র‌্যালি

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকায় গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে এক সচেতনতামূলক র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। সীমান্তে নারী ও শিশুপাচার, মাদকপাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিজিবি এ কর্মসূচির আয়োজন করে। গতকাল বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান স্বারিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, সচেতনতামূলক এ অনুষ্ঠানে বিজিবির বাঘাডাঙ্গা বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. আব্দুল মাবুদ, বাঘাডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দীন ও স্থানীয় ইউপি মেম্বার নাসির উদ্দীন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তা, স্থানীয় গ্রামবাসী ও সীমান্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।